ফরিদপুর শহরের বিখ্যাত ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক স্বর্গীীয় রাজেন্দ্র চন্দ্র সাহা এলাকার জনসাধারণের মাঝে শিক্ষার আলো বিতরণের জন্য ইংরেজী ১৯৩৯ সালে তাহার পরলোকগত পিতা মহিম চন্দ্র সাহার নাম অনুসারে মহিম ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন। ০১-০১-১৯৪৩ সালে বিদ্যালয়টি স্বীকৃতি প্রাপ্ত হয়।১৯৩৯ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত সুদীর্ঘ ১২ বছর প্রথমে রাজেন্দ্র চন্দ্র সাহা এবং পরবর্তীতে তাহার পুত্র রাধা গোবিন্দ সাহা অত্র বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সম্পাদক হিসেবে বহাল ছিলেন। ১৯৬৭ সালে শ্রীঅঙ্গন ট্রাষ্ট ১.৭৬ একর জমি দান করে বিদ্যালয়টিকে পরে প্রশস্থ করেন। বর্তমানে বিদ্যালয়টিতে মোট জমির পরিমান ৩.৭১ একর।